তদবির ও টেনশনে সময় কাটছে দাকোপের মনোনয়ন চাওয়া প্রার্থীদের

প্রকাশঃ ২০১৯-০২-১৫ - ১৯:৩১

খুলনা : নানাজল্পনা,কল্পনা,টেনশন,তদবিরের মধ্যে দিন পার হচ্ছে দলীয় মনোনয়ন চাওয়া দাকোপ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের। তার মধ্যেও আবার কেউ কেউ ইউনিয়নে ইউনিয়নে গনসংযোগ চালাচ্ছেন বলে জানা গেছে।কেউ আবার মাঠে না থেকে শুধু ঢাকায় পড়ে থেকে নেতা ও বিভিন্ন সংগঠনের নিকট ধর্ণা দিচ্ছেন যদি নমিনেশনটা বাগানো যায় তো তেমন কোন খরচ ছাড়াই চেয়ারম্যান হওয়া যাবে খুব সহজেই।দাকোপ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,জেলা আওয়ামীলীগনেতা সাবেক চেয়ারম্যান মুনসুর আলী খান,সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ যুবরাজ ও অচিন্ত্য কুমার মন্ডল।সকলে কমবেশী গনসংযোগ করে চললেও সকলের দৃষ্টি ও মন পড়ে আছে ঢাকায়।কারন সকলের একটি ধারনা এলাকায় ভোট চাওয়া জনসেবা করা বড় কথা না,বড় কাজটি হচ্ছে মনোনয়ন পাওয়া,প্রার্থী ও ভোটার সকলের একই ভাবনা মনোনয়ন যিনি পাবেন তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন।যদিও দল ও নির্বাচন কমিশন খুব জোর গলায় ঘোষনা দিয়েছেন এবার উপজেলা নির্বাচনে কোন প্রকার অনিয়ম বরদাস্থ করা হবে না।আবার দল ভাইস চেয়ারম্যান ওপেন করে দিয়ে বলেছে চেয়ারম্যান পদেও স্বচ্ছ ও নিরপেক্ষ গ্রহনযোগ্য করতে আওয়ামীলীগের যত বেশি প্রার্থী দাড়াতে পারবে,সকলকে স্বাগতম।