দাকোপের কাকড়া ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি

প্রকাশঃ ২০২০-০২-২২ - ২০:৫৫

দাকোপ, খুলনা : বাংলাদেশের কাকড়া কুচের শতকরা প্রায় ৯০ ভাগই রপ্তানী হতো চীন দেশে।আর এসকল কাকড়ার সিংহভাগই যেত খুলনার দাকোপ,পাইকগাছাসহ দক্ষিনাঞ্চলের কয়েকটি উপজেলা থেকে ।বাগদা ও গলদা চিংড়ির ব্যবসায় বেশ কয়েক বছর মন্দা যাওয়ায় ওই সকল ব্যবসায়ীরা কাঁকড়ার লাভ জনক ব্যবসাটি বেছে নিয়েছিল,ব্যবসাটি দাকোপে বেশ যখন জমে উঠেছে ঠিক তখনই পড়লো ্রব্যসায়ীদের মাথায় বাড়ি। করনাভাইরাসের কারনে চীনে কাকড়া রপ্তানী বন্ধ,হঠাৎ এভাবে বন্ধ হতে পারে কোন ব্যবসায়ী কল্পনাও করতেও পারেনি ।কাকড়া রপ্তানী চীনে বন্ধ থাকায় দুই কোটি টাকারও বেশী কাকড়া কুচে মরে পচে সব শেষের পথে ।দাকোপের চালনায় কাকড়ার ব্যবসায়ীদেও লঞ্চঘাট এলাকায় রিতীমত একটি মার্কেটও গড়ে উঠেছে,রয়েছে এদেও সমিতি।সমিতির সাধারন সম্পাদক তপন তরফদারের সাথে এ বিষয় কথা হয় তিনি জানান ২ কোটি টাকার কাকড়া প্রায় সব নষ্ট হয়ে গেছে।২৪০০ টাকা কেজি দরের কাকড়া ৫০০ টাকায়, ১৪০০ টাকা কেজি দরের কাকড়া ২০০ টাকায় বাধ্য হয়ে বিকরি করতে হচ্ছে । সকলের মাথায় রিতীমত বাজ পড়েছে।সরকারের কাছে আমাদেও বিষয়টি বিবেচনার জন্য আকুল আবেদন জানাচ্ছি ব্যবসায়ীদের পক্ষ থেকে।