দাকোপে উপজেলা প্রশাসনের জনসচেতনতা মূলক উঠান বৈঠক

প্রকাশঃ ২০২০-১০-১৯ - ২১:১৮

দাকোপ প্রতিনিধি : নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ টেনিস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, চালনা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুর সানা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মহাসিন আকুঞ্জিসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সব শ্রেনী পেশার মানুষের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।