দাকোপে ক্ষর্ণিঝড় আম্ফানের তাল্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশঃ ২০২০-০৫-২১ - ১৯:১২

আজগর হোসেন ছাব্বির : সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে প্রায় ১২ শ’ ঘরবাড়ী শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ৩ কিলোমিটার বেড়ীবাধ ও ৯ হাজার ঘরবাড়ী। বেড়ীবাধের বাইরে থাকা ৩ শতাধীক ঘরবাড়ী ভেসে গেছে। খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে নগত অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
বুধবার দিনভর ভারী বৃষ্টির সাথে সাথে ঝড়ো হাওয়া বইতে থাকে। সন্ধ্যার সাথে সাথে ঝড়ের গতিবেগ বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে। রাতভর ঝড়ের তান্ডবে উপজেলার ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভায় ১১শ’ ৪৫টি ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পন্ন রুপে বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ১শ’ ২০টি ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার তিলডাঙ্গা, পানখালী ও সুতারখালী ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার ওয়াপদা বেড়ীবাঁধ মারাত্নক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৬ শতাধীক গাছ ঝড়ে উপড়ে পড়েছে। এ ছাড়া ঝড়ে ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। ঝড়ের প্রভাবে নদীতে বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক পানির তোড়ে উপজেলার গুনারী, নলিয়ান, কালাবগী ও বানীশান্তা এলাকায় বেড়ীবাধের বাইরে বসবাসরত ৩ শতাধীক ঘরবাড়ী ভেসে গেছে। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে দাকোপের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার এবং খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় তারা তিলডাঙ্গা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ ও বটবুনিয়া বাজারের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তারা বিপদে সাহস রাখার আহবান জানিয়ে সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহায়তার আশ্বাস দেন। তারা বটবুনিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ৪০ ব্যবসায়ী পরিবারের মাঝে পরিবার প্রতি নগত ৬ হাজার টাকা, ২ বান্ড ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমান, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিফ উল হাসান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, থানা অফিসাস ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের,¯া’নীয় ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডলসহ জেলা ও দাকোপ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।