দাকোপে নারীর ক্ষমতায়নে প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০৪-৩০ - ১৮:৫৬

দাকোপ প্রতিনিধি : দাকোপে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং রুপান্তরের বান্তবায়নে “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষনে কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। উপজেলার শ্রীনগর শিশু সুরক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কামারখোলা ইউপি সদস্য আব্দুর সাত্তার সানা। প্রশিক্ষনে আলোচনা করেন বর্তমান ও সাবেক ইউপি সদস্য নার্গিস বেগম, সুলতা মন্ডল, বিথীকা রায়, সুধা রানী হালদার, চন্দনা জোয়ার্দার, অনিতা মন্ডল, নাজমা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ। প্রশিক্ষনে সহায়কের ভ’মিকা পালন করেন অপরাজিতা প্রকল্পের ক্লাষ্টার জেন্ডার ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা, উপজেলা সমন্বয়কারী আজিজুল হক গোলদার ও কুমারেশ মন্ডল।