দাকোপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় গ্লোরিয়া ঝর্ণা এমপি

প্রকাশঃ ২০২০-০১-১০ - ১৬:১৮

দাকোপ প্রতিনিধি : জাতীর জনক কঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পলনে দাকোপে আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও কারাভোগের পর জাতীর জনক অনেক স্বপ্ন নিয়ে সোনার বাংলা গড়তে এই দিন নিজ স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন। তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়তে কাজ শুরু করেন। কিন্তু ওই পরাজিত স্বাধীনতা বিরোধী শক্তি ৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতার মহানায়ককে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে এ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছিলো। জাতীর জনকের কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জিত হওয়ার পথে। এই দিনে আমাদের সকলকে সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন করে শপথ নিতে হবে।
তিনি শুক্রবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। চালনা পৌরসভা আ’লীগ সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুলামিন সরদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক গোলাম হোসেন শেখ, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার প্যানেল মেয়র এস এম আব্দুল গফুর, মহিলালীগনেত্রী কনিকা বৈরাগী, লিপিকা বৈরাগী, কৃষকলীগের সদস্য সচীব কমলেশ গোলদার, আ’লীগনেতা রবার্ট জীবান্ত নাথ, জ্যোতি শংকর রায়, শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, চালনা পৌর আ’লীগনেতা শিপন ভুইয়া, স্বেচ্ছাসেবকলীগের জিএম রেজা, অমারেশ ঢালী, রবার্ট নিক্সন ঘোষ, দেবাশীষ রায়, বিধান বিশ্বাস, শুভংকর রায়, অধ্যাপক তপন মন্ডল, মৃনাল হালদার, যুবলীগের রতন মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, নাসিমা বেগম, ছাত্রলীগের আলামিন শেখ, ফয়সাল শরীফ, ইঞ্জিনিয়ার আজগর হোসেন বাপ্পি, রাসেল কাজী, মাসুম হাওলাদার, সঞ্জয় মন্ডল প্রমুখ।