দাকোপে রূপান্তরের পরামর্শ সভা

প্রকাশঃ ২০২০-১০-১৮ - ১৯:১১

আজগর হোসেন ছাব্বিরঃ দাকোপে পরিবেশবান্ধব টেকসই বাধঁ নির্মাণ, সংস্কার ও স্বচ্ছতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।  বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ’র সহযোগীতায় রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে এবং অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, কেয়ার বাংলােেদশের সিনিয়ার প্রোগ্রাম অফিসার মতিন তালুকদার, প্রকল্পের পিসি গাজী মফিজুর রহমান, প্রজেক্ট অফিসার দীপক রায়সহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
অপর দিকে রবিবার দুপুর ২ টায় একই স্থানে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিবেশবান্ধব টেকসই বাধঁ নির্মাণ,সংস্কার ও স্বচ্ছতা বিষয়ক পরামর্শ সভা প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আনোয়ারুল কাদিরের পরিচালনায় সভায় বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা,সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, কোষাধ্যক্ষ বিধান ঘোষ,প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী আবুল বাসার, দপ্তর সম্পদক জি এম আজম, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফফার হোসেন, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস,সাংবাদিক এস এম, মামুনুর রশিদ প্রমুখ।