দাকোপে শিশুদের জন্য আমরা’র ইফতার সামগ্রী বিতরন

প্রকাশঃ ২০১৯-০৫-২১ - ১৮:০৪

দাকোপ প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবার দাকোপে পুষ্পের মাঝে সুন্দর খুজি এই শ্লোগানে গড়ে ওঠা অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “শিশুদের জন্য আমরা” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার সুতারখালী ইউনিয়নের পৃথক দু’টি স্থানে ইফতার সামগ্রী বিতরন করা হয়। সকাল ১০ টায় নলিয়ান বাজারের ফকির বাড়ী মোড় এবং বেলা ১২ টায় কালাবগী ঝুলনপাড়ায় শিশুদের জন্য আমরা সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত “আমাদের স্কুল” চত্বরে এলাকার দরিদ্র পরিবারের মাঝে ছোলা, মুড়ি. চিড়া. চিনি, খেজুরসহ ইফতার সামগ্রী বিতরন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিশুদের জন্য আমরা’র সভাপতি বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আমিরুজ্জামান সোহাগ, খায়রুল আলম মিঠু, রাসেল ফকির, অনিমেষ সরদার, শামিনুর রহমান, মানব কুমার, উজ্জল কুমার বিশ্বাস, রুবেল ফকির, জিনারুল ইসলাম, ইব্রাহীম হোসেন, উমা রায়, মানিক ফকির, রাতুল ফকির, শোয়াইব আলী, ইকলাসুর রহমান, এনামুল গাজী, জালাল মোড়ল প্রমুখ। উল্লেখ্য সম্পূর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ধারবাহিকভাবে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন, ইফতার সামগ্রী, ঈদের পোশাক বিতরন, চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ সুবিধা বঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আওতায় আনতে আমাদের স্কুল নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছে।