দাকোপে শ্লীলতাহানীর অভিযোগে মামলা

প্রকাশঃ ২০২০-০৯-১৯ - ২০:১৭

দাকোপ প্রতিনিধি : দাকোপের বটবুনিয়ার আব্দুর রাজ্জাক সরদার তার বোনকে শ্লীলতাহানীর চেষ্টা এবং ঘরে অগ্নিসংযোগের অভিযোগে দাকোপ থানায় মামলা করেছেন। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীরা এ ঘটনা ঘটিয়েছে বলে থানায় দাখিল করা এজাহারে তিনি উল্লেখ করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর দায়ের হওয়া দাকোপ থানার ৮ নং মামলার বাদী আব্দুর রাজ্জাক এজাহারে লিখেছেন একই গ্রামের মাইনুদ্দিন শেখ, রফিকুল গাজী এবং জিল্লা গাজীর সঙ্গে তাদের আগে থেকেই জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। ১৮ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে তাদের বটবুনিয়ার বসত ঘরে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিভানো হলে ঘরের ভিতরে থাকা ছোট বোন মুক্তা বেগমকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। তার পরনের জামা কাপড় ছিল ছেড়া। মুক্তা বেগম তাদেরকে জানায় উক্ত আসামীরা তার শ্লীলতাহানীর চেষ্টা করে। মুক্তা বেগম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, অভিযোগ পাওয়ার পর পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।