দাকোপে সংস্কৃত কলেজের পরিচালনা কমিটির মত বিনিময়

প্রকাশঃ ২০২০-০১-০২ - ১৭:৪১

দাকোপ প্রতিনিধি : দাকোপে মা সারদা সংস্কৃত কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে দাকোপ প্রেসক্লাবে পরিচালনা পরিষদের গনমাধ্যম কর্মিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নবগঠিত কলেজের সভাপতি এ্যাডঃ লাকী বাছাড় কলেজের একাডেমিক শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয় তুলে ধরেন। দাকোপসহ গোটা দক্ষিণাঞ্চলে এটাই প্রথম সংস্কৃত কলেজ দাবী করে তিনি বলেন, ২০১৬ সালে কলেজটি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। সকল প্রক্রিয়া সম্পূর্ন করে চলতি বছরের জানুয়ারী ফেব্রুয়ারীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। দাকোপের বটবুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম ক্যাম্পাসে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বোচ্চ ৬০ বছর বয়স সীমার মধ্যে সর্বনি¤œ এস এস সি পাশ শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে দেশ বিদেশের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার দাবী করে তিনি কলেজটির প্রচার প্রসারে গনমাধ্যম কর্মিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মদন মোহন রায়, পরিচালক শিশুবর বাছাড়, অধ্যক্ষ গোবিন্দ লাল মূখার্জী, অধ্যাপক গৌরাঙ্গ কুমার রায়, সহযোগী অধ্যাপক ভবেশ সরদার, বিবেক চক্রবর্তী, জ্যোতি বাছাড়, তন্ময় বাছাড়, অফিস সহকারী মুক্তা জোয়াদ্দার, বিদুষ বাছাড়, তাপস সরদার প্রমুখ।