দাকোপে ২টি পাইপগান ও গুলিসহ আটক ১

প্রকাশঃ ২০১৯-০৭-২৯ - ২০:৩৯

দাকোপ প্রতিনিধি : খুলনা ডিবি পুলিশের অভিযানে দাকোপের পানখালী ইউনিয়নের খোনা এলাকা থেকে ২টি পাইপগান ও ১৪ রাউন্ড সর্টগানের গুলি সহ এক জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করছে।
থানার এজাহার সুত্রে জানা যায়,গত রবিবার সন্ধ্যায় অনুঃ ৭ টায় উপজেলা পানখালী ইউনিয়নের খোনাস্থ বুলবুল ব্রিস্কস্রে পরিত্যক্ত পাহারা ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই লুৎফার’র নেতৃত্বে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ৯নং সোরা গ্রামের মোঃ আব্দুল গফুর খাঁ অরফে গহর খাঁর পুত্র মোঃ ফারুক খাঁ (৩২)কে অত্যাধনিক ২টি পাইপ গান ও ১৪ রাউন্ড সর্টগানের গুলি সহ আটক করে। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসা বাদে আটক ফারুক খাঁ জানায় সে সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনী প্রধান জোনাব অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে উক্ত অস্ত্র ক্রয় করে তার (আসামী ফারুকের) মাধ্যমে সুন্দরবনের উদেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে এজাহার সুত্রে জানা যায়। এ ব্যাপারে দাকোপ থানায় খুলনা ডিবি পুলিশের এসআই লুৎফার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখ ২৮/০৭/১৯।