দাকোপ আওয়ামীলীগ নেতৃত্বে পরিবর্তন চান সাধারন কর্মীরা

প্রকাশঃ ২০১৯-১০-০৩ - ১৭:১১

দাকোপ প্রতিনিধি : খুলনা ।দাকোপ আওয়ামীলীগে আগামী সম্মেলনের মাধ্যমে নেতৃত্বের ব্যাপক পরিবর্তন চান এলাকার অধিকাংশ সাধারন নেতাকর্মীরা ।এজন্য ইতোমধ্যে দাকোপের সিনিয়র নেতারা বিসয়টি অবগত করতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা,সাধারন সম্পাদক ওবায়দুল কাদের,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন,খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক,জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ এর কাছে চিঠিতে বিস্তারিত উল্লেখ করে আবেদন জানিয়েছেন বলে দলীয় সূএে জানা গেছে ।আবেদনে উল্লেখ দীর্ঘকাল যাবৎ দাকোপ আওয়ামীলীগ প্রকৃত মুজিব সৈনিকদের নিয়ে,ত্যাগিনেতা কর্মীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে দল পরিচালিত হয়ে আসছিল কিন্তু সর্বশেষ বিগত ২০১৪ সালের সম্মেলনে সাবেক এমপি ননী গোপাল মন্ডল,সাবেক সাধারন সম্পাদক অসিত বরন সাহা,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ছাএনেতা এ্যাড.জিএম কারুজ্জানকে শুধুমাএ সদস্য,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক,সাবেক ছাএলীগ সভাপতি গোলাম মোস্তফা খান,সাবেক চেয়ারম্যান,সাবেক উপজেলা কমিটির সদস্য বর্তমান শিক্ষক সমিতির সভাপতি সনজয় মোড়ল,সাবেক চেয়ারম্যান ও সাবেক বানিশান্তা ইউনিয়নের সভাপতি সুধাংশু কুমার বৈদ্য,সাবেক চেয়ারম্যান সমরেশ রায়,অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল সহ কমপক্ষে ২০ জন নেতাকে কমিটিতে স্থান না দিয়ে বিগত দিনে দলে যাদের কোন অবদান নেই,বিতর্কিত লোকদের কমিটির নানা গুরুত্বপূর্ন পদে স্থান দিয়ে দলের কমিটি গঠনের নামে বর্তমান সভাপতি পকেট কমিটি গঠন করে স্থায়ীভাবে নিজের পদ পাকাপোক্ত করতে চেয়েছে যার কারনে দাকোপের প্রকৃত আওয়ামীলীগনেতারা বর্তমানে নানাভাবে নিগৃহিত ।্শুধু উপজেলা কমিটি না,৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও ৯০টি ওয়ার্ডের একইভাবে ত্যাগিদের বাদ রেখে বিএনপি,জামাত,জাপা থেকে আাসাদেরও স্থান দিয়েছে এসকল কমিটিতে ।বর্তমানে আবারও পকেট কমিটি করে হাতে নিয়ে বসে আছে বর্তমান সভাপতি আবুল হোসেন,আবুল হোসেন গ্রুপদের ইচ্ছা পুনরায় দাকোপ উপজেলা সম্মেলনের নামে সভাপতি তার পদটি যাতে ধরে রাখতে তার জন্য যা কিছু করনীয় সব করা কিনতু সাধারন অধিকাংশ নেতাকর্মীরা চায় সকলস্তরে ওপেন কমিটি গঠনের মাধ্যমে এবং পরবর্তীতে তাদের মতামতের ভিত্তিতে উপজেলার একটি স্বচ্ছ কমিটি গঠন আর স্বচ্ছ কমিটি গঠন হলে নেতৃত্বের পরিবর্তন ঘটবেই।আর সে কমিটিতে ননী গোপাল,মুনসুর খান,অসিত,কামরুল,মোস্তফাখান,সনজয়,শেখ যুবরাজ গংদের নেতৃত্ব বেরিয়ে আসবে বলে দাকোপের সকল এলাকার তৃন্নমূল নেতাকর্মীরা মনে করছে ।এ সকল বিষয় নিয়ে কথা হয় প্রবীন ও ত্যাগি আওয়ামীলীগ নেতা সাগর মোড়ল,বানিশান্তার ৩০ বছরের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুধাংশু কুমার বেদ্য,সুতারখাীলর প্রবীন আওয়ামীলীগনেতা শাহাবুদ্দিন গাজী,তিলডাংগার কোমলেশ বাছাড়ের সাথে ওনারা সকলে বলেন বর্তমানে সব পকেট কমিটি দিয়ে আওয়ামীলীগ চলছে এই নিয়ে উপজেলা নির্বাচনে পার পেতে চেয়েছিল জনগন তার জবাব দিয়েছে আগামী সম্মেলন স্বচ্ছ হোক জনগন আবারও জবাব দেবে ।