দয়িত্বশীল ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তার নাম মাহামুদ হাসান

প্রকাশঃ ২০১৭-১০-১৫ - ২২:১৪

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: আন্তঃজেলা ডাকাত চক্র গ্রেফতার, মাদক ও জুয়ারীদের আত্নসমর্পন, পারিবারিক বিরোধের শান্তিপূর্ন সমাধান, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, ওয়ার্ডে-ওয়ার্ডে সকল পেশা ও শ্রেণীর জনগণের সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী মতবিনিময় সভাসহ সৎ পুলিশ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের পুলিশি সেবায় ঝালকাঠিবাসী মুগ্ধ। এ নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তার প্রতি সাধরণ মানুষের আস্থাবেড়েই চলায় প্রতিদিন শতধিক সাধরণ মানুষ সমস্যার শান্তিপুর্ণ সমাধানের জন্য এ সৎ অফিসারের কার্যলয়ে উপস্থিত হচ্ছেন  ন্যায় বিচারে জন্য।

 

অতিরিক্ত পুলিশ সপার এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা ) ঝালকাঠি জেলায় যোগদান করার পর থেকে একের পর এক আন্তঃজেলা ডাকাত চক্র গ্রেফতার, মাদক ও জুয়ারীদের আত্নসমর্পন, পারিবারিক বিরোধের শান্তিপূর্ন সমাধান, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, হারানো মোবাইল উদ্ধারসহ নানা পুলিশি সেবায় ঝালকাঠি জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে পুলিশের ব্যাপক শুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এ পুলিশ কর্মকর্তা। অপরাধিদের আতংক এ পুলিশ কর্তার অপরাধ দমনে ঝালকাঠি জেলায় চুরি ডাকাতি সহ গুরুতর অপরাধ এখন নেই বললেই চলে।