পাইকগাছার কপিলমুনি বাজারের অস্থায়ী স্থাপনা অপসারণ

প্রকাশঃ ২০২১-০১-১৫ - ১২:৪৪

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার কপিলমুনি বাজারস্থ নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকার অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে। অপরদিকে পৌর সদরে যত্রতত্র মটর যান রেখে জন ভোগান্তি সৃষ্টি করায় ৩ মটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র নির্দেশনায় বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় সরকারি জায়গার ওপর অস্থায়ী স্থাপনা অপসারণ করেন। পরে তিনি বিকালে পৌর বাজারে অভিযান চালিয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র মটর সাইকেল পার্কিং করে জনভোগান্তি সৃষ্টি করায় ৩ মটর সাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও পেশকার প্রতুল জোয়াদ্দার।