পাইকগাছায় জমির বিরোধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

প্রকাশঃ ২০১৯-০৭-২৬ - ১৯:৪০

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছায় জমির বিরোধে মারপিটের ঘটনা সাজিয়ে বহিরাগত চাকরীজীবি ও শ্রমজীবিদের নামে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিগ্রস্থরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে। এ ঘটনাটি ঘটেছে, উপজেলার চাঁদখালী ইউপির দক্ষিণ গড়েরআবাদ গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে, ভিটে বাড়ী সংলগ্ন ১ একরের উর্দ্ধে জমি নিয়ে দক্ষিণ গড়েরআবাদের হাজী আল-মামুন মোল্লা ও প্রতিবেশী আব্দুল গণি সানা গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে নি¤œ আদালত হয়ে সর্বোচ্চ আদালত মহামান্য হাইকোর্ট পর্যন্ত গড়ালেও বিরোধ নিস্পত্তি হয়নি। সরেজমিনে গেলে স্থানীয় গ্রামবাসী বৃদ্ধ নূর মোহাম্মদ (৭৫), সহিদুল সরদার (৬০) সহ বহু নারী-পুরুষ জানান, প্রতিবেশী ভ্যানচালক আমিরুল সানা গংদের নামে গত ২০ জুলাই মারপিট টাকা, স্বর্ণ কেড়ে নেয়া সহ কথিত অভিযোগে একটি মামলা হয়েছে বলে শুনেছি। কিন্তু এ গ্রামের কোন মানুষ বলতে পারবে না এ ধরণের ঘটনা ঘটেছে। হামিদ মোল্লা জানান, ভিটে বাড়ী সংলগ্ন ১ বিঘা জমি নিয়ে প্রতিবেশী হাজী আল-মামুন মোল্লার সাথে আমাদের বিরোধ রয়েছে এবং এ নিয়ে সর্বশেষ হাইকোর্ট গত ৩/১২/১৮ তারিখে ৭৮৭/১৮ নং কেসে সর্বোচ্চ আদালত ১ বছরের স্টে দেন। এ জমিতে আমাদের ঘর-বাড়িও রয়েছে। অথচ, হাজী সাহেব টাকার বলে একটি মিথ্যা মারপিটের কাহিনী সাজিয়ে ভ্যান চালক আমিরুল, ব্যাংক কর্মকর্তা মোজাম আলী সরদার সহ নিরীহ ১৪ ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানীর পথ বেছে নিয়েছে। এ অভিযোগ সম্পর্কে মামলার বাদী হাজী আল-মামুন মোল্লা মুঠোফোনে জানান, প্রকৃত ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি বলে তিনি দাবী করেন। এ সম্পর্কে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, কোন নিরীহ ব্যক্তি যাতে হয়রানী না হয় সে বিষয়ে তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।