পাইকগাছায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৯০

প্রকাশঃ ২০১৭-১১-১৯ - ১৯:১১

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৪ হাজার ২১৬ পরীক্ষার্থীর মধ্যে ১৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। রোববার সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, বিজিজিএইচ কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়িয়া বীনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়ইখালী আলমশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ১৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিকের ৩ হাজার ৭৭৮ ও ইবতেদায়ীর ৪৩৮ পরীক্ষার্থী সহ ৪ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও প্রাথমিকের ৯৯ এবং ইবতেদায়ীর ৯১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানিয়েছেন।