পাইকগাছায় বৃক্ষ মানব আবুলের যাতায়াতের পথ উদ্ধারে পাশে দাঁড়ালেন ওসি আমিনুল ইসলাম বিপ্লব

প্রকাশঃ ২০১৮-০৪-২৭ - ২১:০৬

পাইকগাছা প্রতিনিধি : এবার বৃক্ষ মানব আবুল বাজনদারের পাশে দাঁড়িয়ে আবারো আলোচনায় এসেছেন পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব। অবরুদ্ধ বৃক্ষ মানব পরিবারের যাতায়াতের পথ উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছেন থানার মানবিক হিসেবে পরিচিত ওসি আমিনুল। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াতের পথ ছেড়ে দিতে আবুলের প্রতিপক্ষ নজরুল ইসলামকে কঠোর হুশিয়ারি দিয়েছেন। এর আগে তিনি অসহায় গৃহবধু পূর্ণিমার সম্পত্তি উদ্ধার, অভাবে তাড়নায় বিক্রি করা নবজাতককে তার পরিবারের নিকট ফেরত এবং সম্প্রতি প্রতিপক্ষের হামলায় নিহত অসহায় রাসেলের পরিবারকে পরিবহন সহ ময়না তদন্তের খরচের টাকা ব্যক্তগতভাবে বহন করে মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সর্বশেষ যাতায়াতের পথ নিয়ে বিপাকে থাকা বৃক্ষ মানব আবুল বাজনদারের পাশে দাঁড়ানোই কবি হিসেবে পরিচিত ওসি আমিনুল আবারো মানবিকতার জন্য আলোচনায় এসেছেন। তার ধারাবাহিক এ ধরণের কর্মকান্ডে সাধারণ মানুষের কাছে তিনি মানবিক ওসি হিসেবে পরিচিতি লাভ করেছেন। উল্লেখ্য, পাইকগাছা পৌরসভার সরল গ্রামের মানিক বাজনদারের ছেলে বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদার ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সরকারি তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ শামন্ত লাল সেনের তত্ত্বাবধায়নে গত ২ বছর ৪ মাসে এ পর্যন্ত আবুল বাজনদারের ২৫ বার অপারেশন করা হয়েছে। যদিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও অনেক সময় লাগতে পারে এমনকি অপারেশন করা হাত ও পা থেকে তার মাংসপেশীগুলো পূর্বের ন্যায় বাড়তে শুরু করায় সুস্থতা নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে বৃক্ষমানব আবুল বাজনদার ও তার পরিবার। এদিকে আবুল ও তার পরিবারের মাথা গোজার কোন ঠাই না থাকায় দীর্ঘদিন ভাড়াটিয়া খুবড়ে ঘরে বসবাস করে আসছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় এ খবর জানতে পেরে তার চিকিৎসাধীন মেডিকেল টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ কবির চৌধুরী আবুলের বসবাসের জন্য জমি কিনে বাড়ী করার জন্য সহযোগিতা করে। চিকিৎসকের আর্থিক সহায়তা পেয়ে আবুল ২০১৬ সালের জুন মাসের দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল মৌজায় শিক্ষক মাখন লাল গংদের নিকট থেকে ২টি কোবলা দলিল মূলে এস,এ ৬৩০ দাগ সহ ভিন্ন দাগে প্রায় ১১ শতক জমি ক্রয় করে কোন রকমে বসত বাড়ী তৈরী করে নতুন এ বাড়ীতে গত ৩ মাস বসবাস শুরু করেছেন। কিন্তু বাড়ী হতে রাস্তায় ওঠার যাতায়াতের পথ নিয়ে চরম বিপাকে পড়েন আবুল ও তার পরিবার। তার জমির পাশের প্রতিবেশী প্রতিপক্ষ নজরুল ইসলাম যাতায়াতের পথে একটি খুবড়ে ঘর তৈরী করায় অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েন আবুলের পরিবার। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন আবুল। অবশেষে গত বুধবার বিষয়টি থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে অবহিত করলে ওসি আমিনুল তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষ নজরুলকে ডেকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াতের পথ ছেড়ে দেয়ার জন্য কঠোর নির্দেশ দেন। এ ব্যাপারে আবুল বাজনদার বলেন, আমার দলিলে যাতায়াতের পথ উল্লেখ করা থাকলেও প্রতিপক্ষ নজরুল জোরপূর্বক পথের উপর একটি গোলের ঘর তৈরী করে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। বিষয়টি ওসি স্যারকে বলার পর উনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃক্ষ মানব জমি কেনার পর থেকেই যাতায়াতের পথ নিয়ে প্রতিপক্ষ নজরুল ইসলামের সাথে বিরোধ চলে আসছে। বুধবার থানায় এসে বিষয়টি আবুল আমাকে অবহিত করে। পথ উদ্ধারের জন্য এ সময় অনেকেই আমাকে ১০ হাজার টাকা দিতেও চেয়েছিল। কিন্তু অসহায় আবুলের মানবিক দিক বিবেচনা করে তার যাতায়াতের পথ উদ্ধারের ব্যাপারে প্রতিপক্ষ নজরুলকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।