পাইকগাছা প্রাচীর দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

প্রকাশঃ ২০১৯-০৭-৩০ - ১৯:১০

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরে বসত বাড়ীর প্রবেশ পথে প্রাচীর দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশী মিজানুর রহমান। প্রাচীর অপসারণের দাবীতে অবরুদ্ধ পরিবারটি স্থানীয় জাতীয় সংসদ সদস্য বরাবর আবেদন করেছে। আবেদনটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসি, পাইকগাছা বরাবর হস্তান্তর করা হয়েছে।
অভিযোগ ও সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের ২নং ওয়ার্ডে মৃত আফিল উদ্দীন সরদারের পুত্র শফিকুল ইসলাম সরদার পৈত্রিক সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছে। উক্ত ভবনের দক্ষিণ পার্শ্ব দিয়ে ৩০/৪০ বছরের পুরানো একটি যাতায়াতের রাস্তা রয়েছে। রাস্তা এবং বাড়ীর সীমানা বরাবর শফিকুলের বাড়ীর ভিতরে প্রবেশের পথ। উক্ত পথটি ইতোপূর্বেও নিজস্ব জমি দাবী করে একই গ্রামের মৃত হারুনার রশিদ গাজীর পুত্র মিজানুর রহমান গাজী তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে ২০১৬ সালে ইটের প্রাচীর দিয়ে অবরুদ্ধ করে দিয়েছিল। তৎকালীন সময় থানা প্রশাসন ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের হস্তক্ষেপে প্রাচীর অপসারণ করে তার যাতায়াতের পথ মুক্ত করে দিয়েছিল। এরপর থেকে শফিকুল ও তার পরিবারের লোকজন শান্তিপূর্ণভাবে যাতায়াত করে আসছে। কিন্তু গত ১৯ জুলাই ভোর রাত্রে মিজানুর রহমান তার সহযোগীদের নিয়ে পুনরায় উক্ত প্রবেশ পথে ইটের প্রাচীর দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের বাইরে আসার কোন গতি নাই। এমনকি বাড়ির ভিতরে আটকিয়ে থাকা ৪টি মটরসাইকেল বাইরে আনার কোন সুযোগ পাচ্ছে না। স্থানীয় কাউন্সিলর ও পৌর মেয়র বিষয়টি অবগত রয়েছেন। কোন উপায়ান্তর না পেয়ে শফিকুল অবরুদ্ধ থেকে রেহাই পাওয়ার জন্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য বরাবর প্রাচীর অপসারণের দাবীতে একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি থানায় হস্তান্তর করলে একাধিকবার বসাবসি করেও কোন ফল মেলেনি। এ অভিযোগ সম্বন্ধে মিজানুর জানান, শফিকুল বাড়ী করার সময় তার সমস্ত জায়গাটি দখলে নিয়েছে। রাস্তাটি আমার নিজস্ব জায়গা রয়েছে বলে তিনি দাবী করেন।