প্রতিপক্ষের হামলায় মা-ছেলে গুরুতর আহতঃ হাসপাতালে ভর্তি

প্রকাশঃ ২০১৮-০৪-২৭ - ২১:২৭

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ নগরীর খানজাহান আলী থানাধীন যাব্দীপুরে পুর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র মোঃ ফয়সালের উপর চালিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ এ সময় তার মা ঠেকাতে আসলে তাকেও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ফয়সালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, পুর্ব শত্রুতার জেরে গতকাল শুক্রবার বিকালে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে মহিলা মেম্বর হাফিজা খাতুনের ভাইপো জাব্দিপুর এলাকায় শেখ শাহাদাৎ হোসেনের পুত্র ও ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র মোঃ ফয়সাল(১৩)কে কাঠের বার্তা এবং রড দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন প্রতিপক্ষ। এ সময় ফয়সালের মা ফাতেমা এগিয়ে আসলে তাকে মারপিট করে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা ফুলবাড়ীগেট ক্লিনিকে আনলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহত ফয়সালের পিতা জানান, জাব্দিপুর এলাকার লাল মিয়ার ছেলে আনোয়ার(৪০) এবং আনোয়ারের ছেলে অলি(২৪) ও রিফাত(১৮) পুর্ব শত্রুতায় জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে তার ছেলের উপর হামলা চালায়। হামলায় ফয়সালের মাথা ফেটে যাওয়ায় ৪টি সেলাই দেওয়া হয়েছে এবং তার হাত ও পায়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় আমার স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে তিনি জানান।