ফুলতলায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৭-০৪ - ২১:০২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলা উপজেলার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেখ আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলকা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
বুধবার অনুষ্ঠিত ফুলতলা ইউনিয়নে বঙ্গবন্ধু টুর্ণামেন্টে খেলায় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে জাতীয় তরুনসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে যুগ্নিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। জামিরা ইউনিয়নে বঙ্গবন্ধু টুর্ণামেন্টে খেলায় জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে জামিরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলের ব্যবধানে জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দামোদর ইউনিয়নে বঙ্গবন্ধু টুর্ণামেন্টে খেলায় গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে আলকা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আটরা গিলাতলা ইউনিয়নে বঙ্গবন্ধু টুর্ণামেন্টে খেলায় শেখ আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে মহাসিন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে মহাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে মশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্নামেন্টে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক অরুন কান্তি বিশ্বাস, বি এম রফিকুল ইসলাম, মোঃ মোরাদুল ইসলাম, শিহাব উদ্দিন, নিরব কুমার গোলদার, গৌরী রানী বিশ্বাস, বিদ্যুৎ কুমার নাগ, গোলাম রব্বানী, মুকিতুল ইসলাম, জহুরুল ইসলাম, মোঃ ইলিয়াস হোসেন, শওকত হোসেন, শিরিনা খাতুন, মুর্শিদা ইয়াসমিন, আকিব হাসান, আনোয়ার হোসেন, কল্যাণী বিশ্বাস প্রমুখ।