ফুলতলায় ওমমএস’র আতপ চালের ব্যাপক চাহিদা

প্রকাশঃ ২০১৭-১০-১৩ - ১৯:৩০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলার বাজারে চালের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার প্রদত্ত ওমমএস (খোলা বাজারে বিক্রি) এর চাহিদা বেড়েছে। খোজ খবর নিয়ে জানা যায়, উপজেলার ফুলতলা বাজার কেন্দ্রীক ৫জন ওমমএস ডিলার রয়েছে। এদের মধ্যে জামিরা রোডে মোঃ রবিউল ইসলাম মোল্যা, দুধ বাজারে মৃনাল হাজরা, তরকারী বাজারের শাহীন ফকিরের দোকানে আবু তাহের রিপন মোল্যা, গোডাউন এলাকায় আনোয়ার সিদ্দিকী এবং ইষ্টার্ণগেট এলাকায় এস এম লাভলু। পর্যায়ক্রমে প্রতিদিন ডিলার প্রতি ১ হাজার কেজি করে চাল ৩জন ডিলারকে বরাদ্ধ দেয়া হয়। একজন ভোক্তা প্রতিদিন ৩০টাকা দরে ৫ কেজি করে আতপ চাল ক্রয় করতে পারবেন। তবে ফুলতলা সংলগ্ন অভয়ননগর উপজেলা ধুলগ্রাম, নাউলী, শুভরাড়া, সিদ্দিপাশা গ্রামের কোন ওমমএস ডিলার না থাকায় ঐ সব গ্রামের অসংখ্যা ক্রেতা ফুলতলার ডিলারদের কাছে এসে ভিড় জমায়। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিন অনেক ভোক্তা চাল না পেয়ে ফিরে যায়। সম্প্রতি বিদেশ থেকে আমদানীকৃত ওমমএস এ প্রদত্ত আতপ চালের এ এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে। এ এলাকাবাসির চাহিদার বিষয়টি মাথায় রেখে ওমমএস ডিলার বৃদ্ধি ও ডিলারদের প্রতিদিন বরাদ্ধ দেয়া দরকার বলে ভুক্তভোগি মহলের দাবি।