ফুলতলায় গাঙচিলের ১২৪তম লেখক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০১-১০ - ২০:৩২

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ খুলনার ফুলতলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা অডিটরিয়ামে দিনব্যাপী ১২৪তম লেখক সম্মেলনে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। কবি রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় সভাপতি ও ভুমি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এস এম রইচ উদ্দিন আহমেদ। উদ্বোধন করেন ভাষা সৈনিক লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) রুলী বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন, অধ্যাপক অচিন্ত কুমার ভৌমিক, লেখিকা পরিষদের সভাপতি কবি নুরুন্নাহার হিরা, শেখ আবু আসলাম বাবু, অধ্যাপক আজিজুল ইসলাম টিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিলের কবি নজরুল ইসলাম, কবি নাসির উদ্দিন, আক্তার হোসেন, এস এম আঃ রহমান, সৈয়দ আশরাফ আলী, আঃ রহমান, সাংবাদিক শামসুল আলম খোকন, সাইফুল্লাহ তারেক, ডাঃ হাফিজুর রহমান, বিবেকানন্দ কুন্ডু, মোঃ সোহাগ হোসেন, রমজান মাহমুদ অরণ্য, কবি শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।