ফুলতলায় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে রি- ইউনিয়ন হাই স্কুল চ্যাম্পিয়ান

প্রকাশঃ ২০১৯-০৯-০৯ - ২১:৫২

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান হয়েছে। সোমবার বিকালে ডাবুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা প্রতিদ্বন্দি দামোদর হাই স্কুলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে। পরে ভারপ্রাপ্ত ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কে এম জিয়ার হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া। স্বাগত বক্তৃতা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস। প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক কাউস আলী, এস এম আঃ হালিম, মহাসিন বিশ্বাস, ওলিয়ার রহমান, গাজী আঃ হাই, শফিউল্লাহ হাজেরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, তারেক হাসান নাইচ, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, শিমুল মন্ডল, পবিত্রা হালদার প্রমুখ। অনুষ্ঠানে ফুটবল ছাড়াও কাবাডি, হ্যান্ডবল, সাতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।