ফুলতলায় তিতাস বিস্কুট ফ্যাক্টরীকে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার জরিমানা

প্রকাশঃ ২০২০-১০-০১ - ২০:২৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে ফুলতলার দক্ষিণডিহি গ্রামস্থ রফি আহমেদ বাবলার মালিকাধীন তিতাস বিস্কুট ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, টোস্ট সংরক্ষণ এবং পঁচা-বাঁশি ডালডা ময়দা ও অন্যান্য সামগ্রী ব্যবহারের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়।

এ সময় বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ বিস্কুট, টোস্ট এবং পঁচা-বাঁশি ডালডা ময়দা বিনষ্ট করা হয়। এছাড়া বাজারের রফিক সড়কস্থ গৌতমের মালিকাধীন মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ১ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করার অভিযোগে এক ব্যক্তিকে ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।