ফুলতলায় ধানক্ষেতে পার্চিং উৎসব

প্রকাশঃ ২০১৮-০২-২৭ - ২১:১২

তাপস কুমার বিশ্বাসঃ ফুলতলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকালে বোরো ধান ক্ষেতে পোকাখেকো পাখি বসার জন্য “পার্চিং উৎসব” পালিত হয়। উপজেলার গাড়াখোলা ব্লকের গাড়াখোলা দক্ষিণপাড়া মাঠের পার্চিংকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নজির হোসেন, আল মামুন হাওলাদার, চামেলী মল্লিক, শেখা মল্লিক, তরুন কুমার সরকার, কাজী মাহমুদুল হক, কৃষক আঃ রহমান মোড়ল, রবিউল ইসলাম মোল্যা, আবুল হোসেন সরদার, মোশারফ মোড়ল, আজহার মোড়ল, নাসির শেখ, আকবর সরদার, মোহাম্মদ সিকদার, ইকবাল মোড়ল, মুস্তাফিজুর রহমান হাফিজ, রশিদ গাজী, বিল্লাল শেখ, আনোয়ার শেখ, নজরুল শেখ প্রমুখ। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন বলেন “পার্চিং আধুনিক ধান চাষে পূর্র্বথেকে চলমান একটি প্রযুক্তি হলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এবারই প্রথম বারের মত এই কার্যক্রম উৎসব আকারে পালন করা হচ্ছে।” তিনি পার্চিং এর বিভিন্ন উপকারী দিক নিয়ে উপস্থিত চাষী ও দর্শকের সাথে আলোচনা করেন। কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির সাথে অংশগ্রহনকারী চাষীরা বলে “কৃষি অফিসের পরামর্শে প্রতি বছরে ধান ক্ষেতে ডাল পোতা হয়ে থাকে এবং ডাল পোতা হলে ক্ষতিকর পোকামাকড় কম হয় ফলে বালাইনাশক ব্যবহার করার প্রয়োজন পড়ে না।”