ফুলতলায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্তি

প্রকাশঃ ২০২০-০২-২০ - ২০:৩৮

ফুলতলা অফিসঃ ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষকদের ৬দিন ব্যাপী বিষয় ভিত্তিক বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম ব্যাচের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী শিক্ষা অফিসার চায়না রানী দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বি এম রফিকুল ইসলাম, প্রশিক্ষক মোরাদুল ইসলাম, রুখসানা সুলতানা, শাম্মী সিকদার, শিহাব উদ্দিন ওমর, মুরাদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ ৩০জন প্রশিক্ষানার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ ও চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ঘোষনা করেন এবং ৩জন প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করেন। এ সময় সদ্য যোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেমকে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।