ফুলতলায় ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে পিডিবিএফ’র ৮ লাখ টাকা ঋন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশঃ ২০১৯-০৫-২০ - ০৮:০২

ফুলতলা অফিস।। খুলনার ফুলতলা বাজারের ব্যবসায়ী সৈয়দ জাকির হোসেন (৪৫) এর বিরুদ্ধে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ফুলতলা শাখা অফিস থেকে ৮লাখ টাকা ঋণ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত- সৈয়দ আঃ রহমান এর পুত্র। এদিকে (পিডিবিএফ) এর টাকা ঋণ নিয়ে আত্মগোপন করায় বিপাকে পড়েছে অফিস কর্মকর্তাসহ সাধারণ গ্রাহকেরা।
অফিস সূত্রে জানা যায়, ফুলতলা বাজারের মেসার্স রিফাত ট্রেডার্স সত্ত্বাধিকারী ও মুক্তিযোদ্ধা মৃত- সৈয়দ আঃ রহমান এর পুত্র সৈয়দ জাকির হোসেনের আবেদনের ভিত্তিতে ২৮ মে ২০১৮ তারিখে ফাউন্ডেশনের মাঠ পরিচালক ৮ লাখ টাকা ঋন মঞ্জুর করেন (স্মারক নং মাঠ পরিচালন /পরি-৬০/২০০২/২৮৮৪)। তার পরিপ্রেক্ষিতে সৈয়দ জাকির হোসেন শতকরা সাড়ে ১২.৫০ সুদে ১২ মাসের কিস্তি মেয়াদী গত ৩জুন ২০১৮ ইং তারিখে ৮ লাখ টাকা ঋণ গ্রহন করে। ১ম কিস্তিসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা প্রদানের পর তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এবং বাড়ি থেকে গা ঢাকা দিয়েছেন বলে সেলপ কর্মকর্তা বিএম আতাউর রহমানের অভিযোগ। এদিকে ফাউন্ডেশন’র বকেয়া টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। অপরদিকে ব্যবসায়ীক ঋন অনাদায়ী হওয়ার কারণে নতুন গ্রাহকেরা চাপের মুখে পড়েছে । এ ব্যাপারে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহানা আকতার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সৈয়দ জাকির হোসেনের নিকট খেলাপী ঋন ৮লাখ ৯৭ হাজার ৩’শ এক টাকা পরিশোধের জন্য চুড়ান্ত নোটিশ (স্মারক নং-৪৭,০৫,৪৭৬৯,০০০,৯৯.০০.৮৯৬ ) প্রদান করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।