ফুলতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশঃ ২০১৮-০৪-১০ - ২০:১০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ২০১৮ মঙ্গলবার বিকালে শাখা কার্যালয়ে ব্যাবস্থাপক মোঃ ইফতেখার হোসেন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ। স্বাগত বক্তৃতা করেন ম্যানেজার অপারেশনস মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ গোলাম কিবরিয়া। আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আরডিএস প্রোজেক্ট ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, অভিভাবক লিপি কর, শেখ জাহাঙ্গীর আলম, মেধাবী শিক্ষার্থী তিন্নী খাতুন ও মোঃ জাকারিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মোঃ আবু জাফর, মুতাসিম বিল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, রাবেয়া খাতুন, সুমাইয়া খাতুন প্রমুখ। প্রধান অতিথি ইসলামী ব্যাংকের সামাজিক কল্যাণকর কর্মকান্ড ও শিক্ষা বৃত্তি প্রদানের কথা উল্লেখ করে বলেন, মেধা বিকাশে দারিদ্রতা কোন সমস্যা নয়, বরং শিক্ষার্থীদের আত্মপ্রত্যয় নিয়েই কাঙিত লক্ষ্যে নিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির মেধাবী ১৪৬ শিক্ষার্থীদের মাঝে স্কুল,ছাতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।