ফুলতলায় মোবাইল অ্যাপস’র মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৫-১৮ - ২০:১৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ কৃষকের হাসি মোবাইল অ্যাপস এর মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে ন্যায্যমূল্যে বোরোধান ক্রয় উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার দুপুরে ফুলতলা খাদ্য গুদাম চত্বরে উদ্বোধন করা হয়। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখআকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ওসি মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, কৃষক প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, মনিরুল সিকদার প্রমুখ। লটারীর মাধ্যমে উপজেলার ৬৮৫ কৃষকের নাম তালিকাভুক্ত হয়। ২৬ টাকা কেজি দরে কৃষকপ্রতি ১ টন ধান বিক্রয় করতে পারবেন।