ফুলতলায় রহিঙ্গা সন্দেহে পাগলিকে গনপিটুনি

প্রকাশঃ ২০১৯-০৫-১২ - ১৩:৩৯

(ফুলতলা) খুলনা : যা ঘটে, তা রটে আর যা রটে তার পুরোটা সত্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়িয়ে পড়া রহিঙ্গা গুজব জন মনে আতঙ্কের কাজ করছে। ভুলে হুযকে মার খাচ্ছে পাগল , অপরিচিত সাধারণ মানুষ। এক শিশুর হাত থেকে মুড়ি কেড়ে খেতে যেয়ে মার খেতে হয় এক পাগলির। স্থানীয়রা রহিক্সগা ছেলে ধরা মনে করে বেধড়ক গণপিটুনি দেয় পাগলিকে। শনিবার সন্ধার পর ফুলতলার দামোদরের জোমাদ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি মিসেস কেয়া ও ফুলতলা থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি সামাল দিয়ে পাগলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম আমাদের জানান, রহিঙ্গা ছেলেধরা এটা একটি নিছক গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এ গুজব ছড়িয়ে পড়েছে। রহিঙ্গা ছেলে ধরা বিষয়ে কোন সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহি অফিসারের সাথে আলোচনা করে অচিরেই মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হবে এবং কোথাও কোন অপরিচিত লোক দেখলে বা সন্দেহ হলে মারপিট না করে পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানান