ফুলতলায় শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ২০১৭-০৭-২৩ - ১৮:৪০

ফুলতলা প্রতিনিধি: ১০ শতাংশ কর্তনের প্রতিবাদ, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে রোববার দুপুর ১২টায় এক বিক্ষোভ মিছিল ফুলতলা বাসষ্টান্ড থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। শিক্ষক নেতা অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক ফিরোজা আক্তার বানু, প্রদ্যুৎ রুদ্ধ চৈতী, আকরাম হোসেন, সুব্রত বিশ্বাস, মোঃ নেছার উদ্দিন, ফুটলাল দত্ত, আফরোজা, নাসির উদ্দিন, ইকবাল হোসেন, তাপস কুমার বিশ্বাস, প্রভাষক উত্তম কুমার নন্দী, গোলাম মোস্তফা, প্রতীশ চন্দ্র মন্ডল, আঃ সালাম, স্বপ্না পাল, সালমা খাতুন, মোহাম্মদ আলী, রুনা লায়লা, দুরাফসান, কাজল বৈরাগী, আশিষ বিশ্বাস, মেজবাহ উদ্দিন, শহিদুল ইসলাম প্রমুখ।