ফুলতলায় সেমাই কারখানাসহ ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশঃ ২০২০-০৫-১৬ - ২০:৪৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনায় ফুলতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বাজার তদারকিকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত ১টি সেমাই কারখানাসহ ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এর মধ্যে ফুলতলা গরুগাট সংলগ্ন এইচ আর ফুড প্রডাক্ট নামে ১টি সেমাই কারখানায় নোংরা পরিবেশ বিদ্যমান থাকায় ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জিকো ষ্টোরকে ৫শ’ টাকা, ইয়াছিন ষ্টোরকে ১ হাজার টাকা, ভাই ভাই ষ্টোরকে ১ হাজার টাকা, ভাই ভাই কাঁচামাল ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও খুলনা জেলা সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর ও থানা পুলিশ উপস্থিত ছিল।