ফুলতলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা

প্রকাশঃ ২০২০-১১-২৫ - ২২:২৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত প্রাতিষ্ঠানিক কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা বুধবার দুপুর ১২টায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সম্পাদক মোঃ নজরুল ইসলাম বুলবুল, পরিষদের খালিশপুর থানা সভাপতি আলহাজ্ব জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু দারদা আরিফ বিল্লাহ। কনক কুমার মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মনিরা পারভীন, কাউস আলী, বিমান নন্দী, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস, দেলোয়ার হোসেন, মোঝাফ্ফর হোসেন, আলী আকবর ফারাজী প্রমুখ। সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদ কর্তৃক প্রাতিষ্ঠানিকভাবে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।