ফুলতলা আহত ডাক্তার দেওয়ানকে ঢাকায় ও হামলাকারী মহাসিনকে জেল হাজতে প্রেরণ

প্রকাশঃ ২০২০-০২-০৪ - ২১:৫৫

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ডাক্তার উত্তম কুমার দেওয়ান এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ছুরিকাঘাতকারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী (৩৫) কে আসামী করে মামলা হলে মঙ্গলবার তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ডাক্তার, নার্স ও স্টাফদের পৃথক পৃথক বক্তব্য গ্রহণ করেন।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে কমপ্লেক্সের নিজ কক্ষে বসে জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ উত্তম কুমার দেওয়ান রোগী দেখাকালে সদ্য বদলীকৃত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী তাকে ছুরিকাঘাত করেন। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ কামাল হোসেন বাদি হয়ে মহাসিন গাজীকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-০২, তারিখ-০৩/০২/২০২০) করেন। তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত বলেন, ঘটনার স্বীকার ও আলামত জব্দ করায় মহাসিন গাজীকে রিমান্ডাবেদন ছাড়াই জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মাদ গতকাল দুপুর পৌনে ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ কামাল হোসেনসহ ৪ ডাক্তার, ২ নার্স ও ২ জন কর্মচারীর সাথে কথা বলেন এবং তাদের লিখিত বক্তব্য গ্রহণ করেন। পরে তিনি ডাক্তারদের সাথে মতবিনিময় কালে এলাকাবাসীর স্বাস্থ্য সেবায় সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।