ফুলতলা উপজেলায় এ বছর পিএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৬১০

প্রকাশঃ ২০১৭-১১-১৮ - ২৩:৩২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: আজ (রবিবার) শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা । এ বছর ফুলতলা উপজেলায় মোট ৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩১১ ও ইবতেদায়ীতে ২৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা দেড়টা পর্যন্ত। আলীম-ইষ্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসি, দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজে আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম সরদার ও ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার বিশ্বাস হল সুপার হিসাবে দায়িত্ব পালন করবেন বলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃংখলা বাহিনী তৎপর থাকবে। সর্বোপরি পরীক্ষা শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।