বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে – সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০২০-০১-১১ - ১৯:৫২

ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, যে জাতি ইতিহাস জানেনা, সে জাতি সামনে এগোতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বঙ্গবন্ধুর সংগ্রামী ছাত্র জীবন থেকে শুরু করে আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতা, রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে তার রেখে যাওয়া ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে আত্মপ্রত্যয়ী হতে হবে।

শনিবার বিকালে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ আয়োজিত ও ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভুমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ওসি মোঃ মনিরুল ইসলাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএম এ সালাম, মোঃ আসলাম খান, খানজাহান আলী আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, এ্যাড. তারিক হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, অধ্যক্ষ আসলাম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ডাঃ সুমাইয়া ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সুবোধ বসু প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।