বটিয়াঘাটার ভাঙ্গন এলাকা পরিদর্শনে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০২০-০৫-২১ - ২০:১০

বটিয়াঘাটা প্রতিনিধি : সুপার সাইক্লোন আমফান ঘূর্ণিঝড়ে বটিয়াঘাটা উপজেলা বাজার সদরের কাজীবাছা নদী ভাঙ্গন এলাকা আজ বৃহস্পতিবার পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। এ সময় সাথে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল
আলম খান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান,প্রানী
সম্পদ কর্মকর্তা ডা: বঙ্কিম হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম খান, ইউপি সদস্য মোঃ আলম, ইউপি সদস্য বিউটি মন্ডল প্রমূখ। পরবর্তীতে নদী ভাঙ্গন পরিদর্শন শেষে আমফানে
ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ১ভান করে টিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করেন।অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের হুইপ বলেন, বাজারে ইতি পূর্বে বাঁধে ব্লকের মাধ্যমে কাজ করা হয়েছে। কিন্তু কাজীবাছা নদীর স্রোতের তোড়ে তা সরে গিয়ে আবার ও ঝূঁকিপূর্ণ হোয়ে উঠেছে। সম্প্রতি ঘটে যাওয়া আমফান সুপার সাইক্লোনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় বাঁধ সংস্কারের মাধ্যমে আরো উচু করে বাঁধ মেরামত ও নির্মাণ করা প্রয়োজন। কতৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে দ্রুত বাঁধে কাজ করা হবে।