বটিয়াঘাটার জলমা তহশীল অফিসে দাখিলা বইয়ের সংকটে বিড়ম্বনা

প্রকাশঃ ২০১৯-০৯-১১ - ১৯:৪৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার জলমা তহশীল অফিসের রাজস্ব  আদায়ের ক্ষেত্রে দাখিলা বইয়ের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভূমি মালিকদের জনদুর্ভোগ প্রকট আকার ধারন করেছে। এতে করে সরকার একদিকে  যেমন রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ভুক্তভোগীরা তাদের প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে।  গত  এক সপ্তাহব্যাপি টানা ৭ দিন ধরে সংশ্লিষ্ট তহশীল অফিসের দাখিলা বই না থাকায় ভূমি মালিকেরা ভূমিকর পরিশোধ করতে গিয়ে ফিরে আসছে। শুধু তাই নয়, দাখিলা কাটতে না পেরে তারা  জমি রেজিষ্ট্রি পর্যন্ত করতে ব্যর্থ হচ্ছে। সরকার এ উপজেলার সাব-রেজিষ্ট্রি ও ভূমি অফিস থেকে প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েই চলেছে। জরুরী ভিত্তিতে জমা জমির সাথে সম্পৃক্ত ভুক্তভোগীরা প্রয়োজনীয় সংখ্যক দাখিলা বই সরবরাহের জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাখিলা বই মূলতঃ সরকারের তত্ত্বাবধায়নে ঢাকা বিজিপ্রেস থেকে ছাঁপা হয়ে থাকে। বই সংকটের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দুই এক দিনের মধ্যেই আশা করা যাচ্ছে বই হাতে পেয়ে যাবো।