বটিয়াঘাটার মেধাবী শিশু অর্পিতা গাইনকে বাঁচাতে সহযোগিতার আবেদন

প্রকাশঃ ২০২০-০২-২০ - ২১:০৮

বটিয়াঘাটা প্রতিনিধিঃ আর দশ জনের মতো সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিশু মেধাবী ছাত্রী অর্পিতা গাইন সকলের মাঝে বেঁচে থাকতে চায়। এরই মধ্যে মাত্র ১৪ বছর বয়সে দূরারোগ্য ব্যাধি ব্রণ ক্যান্সারে সে আক্রান্ত হয়ে পড়ায় তার সকল স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। সুস্থ্য থাকাকালীন অর্পিতা অত্যন্ত মেধাবী হওয়ায় তার স্কুলে যাওয়ার প্রচন্ড আগ্রহ ছিলো। এরই মধ্যে তার শরীরের সকল হাঁড়ের মজ্জার মধ্যে জ্বালা-যন্ত্রণা শুরু হয়। দেশের ফকির-কবিরাজ, হোমিওপ্যাথ ও এলোপ্যাথিক ডাক্তারদের দেখিয়ে কোন প্রকার ফলপ্রসূ না হওয়ায় এক পর্যায়ে তাকে ভারতের ভ্যালোরে খ্রিষ্টান মেডিকেল কলেজে ডাক্তার রিকি জোহান, সহযোগী অধ্যাপক, পিডিয়াটিক হিমাটোলোজি অন ক্লোজি চাইল্ড হেল্থ ইউনিট-১ এ ভর্তি করে। সেখানের টেস্ট রিপোর্টে শিশু অর্পিতার পায়ের হাড়ে ক্যান্সার রোগ ধরা পড়ে। চিকিৎসক তার এ রোগের চিকিৎসা ব্যায়ে বাংলাদেশী টাকায় প্রায় ১০-১২ লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন। বটিয়াঘাটা উপজেলার হাটবাটী গ্রামের দিন মজুর তুলসী দাস গাইন ও মাধুরী গাইনের দুই সন্তানের মধ্যে অর্পিতা সবার ছোট। সে হোগলবুনিয়া হাটবাটী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ে। বর্তমানে তার লেখাপড়া সহ বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলা সহ সবকিছু থেকে দূরে। দরিদ্র বাবা মায়ের সকল সহায় সম্পদ বিক্রি করে এতোদিন তার চিকিৎসা ব্যায় চালিয়ে আসছিলো। বর্তমানে হতদরিদ্র বাবামায়ের কাছে অর্পিতার চিকিৎসা ব্যায়ের আর কোন অর্থ নেই। এমন কি সহায় সম্পদও নেই। অবুঝ অর্পিতার শুধু একটাই প্রশ্ন তাহলে কি এই তিমিরেই তার জীবন প্রদ্বীপ নিভে যাবে? বাবা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা অর্পিতার হতদরিদ্র বাবা মা তার জীবন বাঁচাতে আর্থিক সহযোগীতা পাঠাবার ঠিকানাঃ হিসাবের শিরোনামঃ মাধুরী গাইন, সঞ্চয়ী হিসাব নং- ৩০১২০১০০১৪৪২১, রূপালী ব্যাংক লিঃ, বটিয়াঘাটা শাখা, খুলনা। মোবাইল নং ০১৫১৯২৩০২০২।