বটিয়াঘাটায় কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০৮-২৬ - ২০:০৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে “সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিভিন্ন ভাতা বাস্তবায়নে সমস্যা ও করনীয়” শীর্ষক এক দিনের কর্মশালা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার এর স্বাগত বক্তৃতা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আয়নাল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক খান মোতাহার হোসেন। বক্তৃতা করেন জেলা মাকের্টিং অফিসার আব্দুস সালাম তরফদার,ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, পল্লি উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকতা হাসি রানী রায়, পঃপঃ কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান,সোনালী ব্যাংক ম্যানেজার সুব্রত চৌধূরী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, গোলাম হোসেন, বিরাট বাজার কৃষিব্যাংক শাখার ম্যানেজার হারুন অর রশিদ, কারিগরী প্রশিক্ষক খুরশিদা জামান, ইউনিয়ন সমাজকর্মী মো ঃ ওলিউল্লাহ, প্রভাস কবিরাজ, ইশরাত জাহান মোস্তফা, সুবিধাভোগী অঞ্জনা সিংহ, আকলিমা খাতুন, রঞ্জন সিনহ্া,শহিদুল ইসলাম প্রমূখ।