বটিয়াঘাটায় জুয়েলারি দোকানে দুঃসাহসীক চুরি

প্রকাশঃ ২০১৯-০৮-১৫ - ১১:৫১

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা পুলিশের নাকের ডোগায় উপজেলা বাজার সদরের আজিজ-জ্যোতিষ সড়কে সবুজ জুয়েলার্সে এক দুঃসাহসীক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ আগস্ট সোমবার দিবাগত রাতে। এ সময় চোরেরা সবুজ জুয়েলার্সের ছাদের নিচের ভেন্টিলিটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিন্দুক ও বিভিন্ন আলমারীর তালা ভেঙ্গে প্রায় ২০থেকে ২৫ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার নগদ অর্থ সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। সূত্রে প্রকাশ, উপজেলার বাজার সদরের পূবালী, ডাচ-বাংলা ও গ্রামীণ ব্যাংকের উত্তর-পূর্ব পার্শ্বের সবুজ জুয়েলার্সের বিল্ডিং এর ভেন্টিলিটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরচক্র। সিন্দুক ও বিভিন্ন আলমারীর তালা ভেঙ্গে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ ও অন্যান্য মালামাল মিলে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। বাজারে পুলিশের টহল থাকা অবস্থায় ব্যাংকের পাশে চুরি হওয়ায় স্থানীয় ব্যবসায়ী সহ সচেতন মহল হতবাক হয়েছে। খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির ও ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ গতকাল বুধবার বেলা ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে সদরের ব্যবসায়ী মহলে চুরির আতঙ্ক বিরাজ করেছে। কেউ কেউ মনে করছেন ইতিমধ্যে উপজেলা সদরে ও হাসপাতাল এলাকায় ভূমি দখলকে কেন্দ্র করে বহিরাগতদের আনাগোনা লক্ষ করা গেছে। উক্ত বহিরাগত ওই সকল লোকজন ঘটনা ঘটালেও ঘটাতে পারে বলে একটি সূত্র দাবী করছে। অপর একটি মহলের মন্তব্য সম্প্রতি কিস্মত ফুলতলা চালনা বাইপাস রোড সংলগ্ন সাংবাদিক শাওন হালদারের বাড়ী নির্মানাধীন ভবনের পাশে থাকা প্রায় ৩ টন রড গত ২৫ জুলাই দিবারাত্রে চুরি হয়। অথচ আজও পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। অপরদিকে প্রকাশ্য দিবালোকে কাাঁটাখালি স্লুইজ গেট এর সন্নিকটে ১৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় আই ওয়াস হিসাবে কয়েকজনকে আটক করলেও সন্তেষজনক ছিনতাইয়ের উদ্ধার টাকা উদ্ধার না হওয়ায় এসকল ঘটনা ঘটার সাহস পেয়েছে বলে বিজ্ঞ মহলের মন্তব্য। এছাড়া এলাকায় ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান, গরু সহ বিভিন্ন চুরি সংগঠিত হচ্ছে অহরহ। ওই সকল চোর ধরা না পড়ায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। এব্যাপারে সবুজ জুয়েলার্সের সত্ত্বাধিকারী কানাইলাল দত্ত এ প্রতিবেদককে জানান গত সোমবার দিবাগত রাতে বিল্ডিং এর ভেন্টিলিটার ভেঙ্গে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় চোর চক্র। এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি মোঃ রবিউল কবিরের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।