বটিয়াঘাটায় মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২০-০২-১৩ - ১৮:১৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় মহান ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা অপর্ণা বিশ্বাস, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, থানা প্রতিনিধি এসআই স্বপন কুমার পাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস, সার্ভেয়ার মোঃ নুরুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক আহসান কবির, এসএম এ ভ’ট্টো, এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাস, পরিতোষ রায়, মোঃ ইমরান হোসেন, প্রধান শিক্ষক কাঞ্চিলাল মল্লিক, আনন্দ মোহন বিশ্বাস, পঙ্কজ কুমার মল্লিক, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা মনোরঞ্জন মন্ডল, উপজেলা কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ সদস্য দীপ্তি মল্লিক প্রমূখ।