বটিয়াঘাটায় হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী দেবীর পূজা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-১০-১৩ - ১৭:৫৮

বটিয়াঘাটা প্রতিনিধি : সারা দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধন-সম্পাদের দেবী লক্ষ্মী পূজা দিনব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। উপজেলায় ১১৯টি শারদীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও ব্যাক্তিগত উদ্দ্যোগে সকলের বাড়িতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে নাটক,সাংস্কৃতি সন্ধ্যা, রামায়ন ও মহাভারতের পৈরানিক কাহিনী নিয়ে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। লক্ষ্মী পূজার প্রধান আকর্ষন নাড়– ও লুচির প্রসাদ।