বটিয়াঘাটায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরনে অভিযান

প্রকাশঃ ২০২০-০৪-০১ - ২০:০২

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা: বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে আজ বুধবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরনের লক্ষ্যে বটিয়াঘাটা সদর, জলমা ও  গঙ্গারামপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান। এসময় তিনি বিদেশ ফেরত নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তার খোঁজ খবর নেন।এবং বিদেশ ফেরত নাগরিকদের বলেন, দেশ এখন করোনা ভাইরাসের কারনে বিপদের মধ্যে রয়েছে। আপনারা হোম কোয়ারেন্টাইন মেনে নিজের পরিবার এবং দেশকে করোনা ঝুকি মুক্ত করবেন। সকলে পরিস্কার পরিছন্ন থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া তিনি বিভিন্ন বাজরে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনা মুলক লিফলেট বিতরণ এবং অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমুল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষে বাজার মনিটরিং করেন। পাশাপাশি তিনি হোম কোয়ারেন্টাইন না মানায় বটিয়াঘাটা স্ট্যান্ডে একটি স্যানিটারি দোকানে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় তাকে সার্বিক সহোযোগীতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক ও শেখ হাদি উজ-জ্জামান হাদীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।