বটিয়াঘাটায় ৩ দিন ব্যাপী জাতীয় বৃক্ষ মেলার উদ্ভোধন

প্রকাশঃ ২০১৯-০৭-১৬ - ১৭:৫৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলজ বৃক্ষ রোপন পক্ষ ২০১৯ উপলক্ষে ৩ দিন ব্যাপী জাতীয় বৃক্ষ মেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় পরিষদ মাঠ চত্ত্বরে নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমীন ও শামীম আরা নিপার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্ব নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃ উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, খাদ্য কর্মকর্তা সরদার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সরদার আঃ মান্নান,আঃ হাই খান, কমলেশ বালা, মিহির বৈরাগী, দীপন রায়, কৃষ্ণপদ, মুজিবর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ঈমন আলী, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, এস,এম ভুট্টো, আহসান কবীর, শাহিন বিশ্বাস, পরিতোষ রায়,বুদ্ধদেব মন্ডল,ইমরান হোসেন বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, রুপান্তর কর্মী দীপ্তি রানী রায়, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিদ্যুৎ বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান উদ্ধোধন শেষে অতিথি বৃন্দ কৃষাণ ও কৃষানীর মাঝে ফলজ চারা বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী উপাজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।