বটিয়াঘাটা নির্বাচন অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশঃ ২০১৯-০৭-০১ - ১৯:০৪

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নির্বাচন অফিসারের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা বেলা ১২ টায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন অফিসার বলেন, আগামী ৬ ই জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। যাদের জন্ম ২০০৪ সালে ১ লা জানুয়ারী অথবা তারও পূর্বে তারাই শুধু নিবন্ধনের তালিকায় অন্তভূক্ত হতে পারবে। এ কাজের জন্য ১৩ জন সুপারভাইজার ও ৬৯ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। এজন্য নতুন ভোটার তালিকা অন্তভ্র্ক্তূ হতে জন্ম নিবন্ধন সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদ তথ্য সংগ্রহকারীদের নিকট প্রদান করার জন্য বা কাছে রাখার আহব্বান জানান। তথ্য সংগ্রহ শেষ হলে আগামী ২৯ জুলাই স্ব-স্ব ইউনিয়নে ছবি তোলা হবে। তিনি আরও জানান, উপজেলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৪৫ জনের ১০% হিসাবে আশা করছি। এতে প্রায় ১৩ হাজার ৭৫৬ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্দজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, এস এম এ ভূট্টো, পরিতোষ রায়, নির্বাচন অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম, মোঃ ফেরদাউস হাসান শাওয়ন, দেলোয়ার হোসেন ওয়ালিদ, রীপা রানী বিশ্বাস প্রমূখ।