বাগেরহাটে গ্রামীণ নারী দিবস পালিত

প্রকাশঃ ২০২০-১০-১৫ - ১৪:০৪

বাগেরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকালে শহরের ধানসীড়ি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংর্ঘ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাচনা হেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট পারভীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদাবন সংর্ঘের প্রকল্প কর্মকর্তা নাঈমা জাহান, লায়লা খাতুন, মহিলা পরিষদের প্রোাগ্রাম অফিসার মাহাবুবা রহমান প্রীয়া, যুগ্ম সাধারন সম্পাদক ফাতেমা আহম্মেদ পারুল, সাংবাদিক ইসরাত জাহান, নারী নেত্রী আম্বিয়া খাতুন, কোহিনুর বেগম, নারগীস আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্য স্বীকার হচ্ছে। গৃহস্থালী কাজসহ গ্রামীণ নারীরা কৃষিকাজ এর সাথে সরাসরি যুক্ত। দেশের বিশ্বখ্যাতি অর্জনের পেছনে আজকের গ্রামীণ নারীর ব্যাপক অর্জন থাকলেও তা স্বীকৃতি নেই। আমাদের এ বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে।