ভাগা থেকে দিগরাজ পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশঃ ২০১৭-১০-১৩ - ২৩:০৯

আবু হোসাইন সুমন, মোংলা : খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের ভাগা থেকে দিগরাজ পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে মোংলার বিদ্যারবাহন সংলগ্ন কবিরাজ বাড়ী এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক। প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে রেল লাইন স্থাপেনর মুল রাস্তা নির্মাণ কাজ শুরু করছেন সহযোগী নির্মাণকারী প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজ। রাস্তা নির্মাণ সম্পন্ন হলে রেল লাইন স্থাপনের কাজ করবেন মুল নির্মাণকারী প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লি:। উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগী নির্মাণকারী প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক মিজানুল হক হিমেল, প্রজেক্ট ম্যানেজার মো: রবিউল আলম রনি, প্রজেক্ট কোঅডিনেটর আবুল বাশার আঙ্গুর, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বর বিশ্বজিৎ রায় সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক ও ক্যান এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী রেল লাইন নির্মাণ এলাকা ঘুরে দেখেন।