মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম বার্ষিকীতে আলোচনা সভা

প্রকাশঃ ২০২০-০১-২৬ - ১৯:৪৯
রাজীব চৌধুরী,কেশবপুর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাগরদাঁড়ীতে ২৬ শে জানুয়ারি ২০২০,খ্রিস্টাব্দ রবিবার।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আহসান হাবীব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান,যশোরের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড : রফিকুল ইসলাম পিটু।আলোচকবৃন্দের মধ্যে ছিলেন তির্যক যশোরের সাধারন সম্পাদক দীপংকর দাস রতন,আবু শরাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য,বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান ।আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), যশোরের জনাব মোঃরফিকুল হাসান।আলোচনা সভাটির উপস্হাপনা করেন কেশবপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও কেশবপুর উপজেলার শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।আলোচনা সভার বিষয় ছিল বাংলা সাহিত্যে মধুসূদনের নাটক।