মাদক মুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদেরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক

প্রকাশঃ ২০২০-০২-২৭ - ১৭:৩৯

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেছেন, শুধু সরকারী কর্মকর্তাদের নয়, মাদক মুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদেরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কারন তারাই ভাল জানেন তাদের এলাকার কারা মাদক সেবন ও কারবার সহ বহু অপকর্মে জড়িত। সুতরাং সাংবাদিক, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজ একত্রে আন্তরিকতার সাথে কাজ করলে দেশ ও সমাজ থেকে সকল অপরাধ প্রবণতা নির্মূল হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি মনোভাব পোষণ করেছেন। সকলে সাবধান হয়ে যান। তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাইকার অর্থায়নে জনপ্রতিনিধি, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও যুব প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সেমিনার ও কর্মকর্তাদের ডোপ টেষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস,এম শফিউল্লাহ (বিপিএম), চেয়ারম্যান আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, ওসি মোঃ রবিউল কবির, ভাইস চেয়ারমান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা অপর্না বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, আরডিও সরদার রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা রফিকুল আলম, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী জিয়াউল হক জসিম, নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদী, ইসমাইল হোসেন মোল্লা বাবু, আব্দুল হাদী সরকার, গোলাম হাসান, মিলন গোলদার, সাংবাদিক মনিরুজ্জামান, বিপ্র রায়, এস এম এ ভুট্টো, আহসান কবীর, বুদ্ধদেব মন্ডল, শাওন হাওলাদার, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, অধীর কুমার রায়, আবু দাউদ, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, সরদার হাফিজুর রহমান প্রমুখ।